আজ মধ্যরাত থেকে বন্ধ থাকবে উবার
ই- বার্তা ডেস্ক।। অন্যদিকে গাড়ির চাহিদা বেড়ে গেলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া ও চালকদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নেয়ার প্রতিবাদে রাইড শেয়ারিং সার্ভিস উবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চালকরা।
রাইড শেয়ারিং প্রাইভেটকার চালকদের একটি সংগঠন রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এই কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
তারা বলছে, আজ রবিবার মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত রাজধানীতে উবারের কোনো গাড়ি চলবে না।
এই বিষয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমকে জানান, গত পাঁচ মাস ধরে তারা উবার থেকে আশানুরূপ সেবা পাচ্ছেন না। তাদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নেওয়া হচ্ছে। অন্যদিকে গাড়ির চাহিদা বেড়ে গেলে ভাড়া বাড়িয়ে দিয়ে যাত্রীদের পকেট কাটছে বিদেশি কোম্পানি উবার।
জানা গেছে, এসব অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানাতে চালকরা কয়েকদিন আগে ঐক্যবদ্ধ হয়ে উবারের স্থানীয় অফিস উত্তরায় গেলে তাদের বলা হয়, উবারের সব সিদ্ধান্ত ভারত থেকে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব বিষয়ে সিদ্ধান্ত নেন। এখানে ঢাকায় যারা আছেন, তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়।
এ বিষয়ে জানতে উবারের বাংলাদেশ প্রধান যুলকার নাইনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভড করেননি।