আজ রাজ-শুভশ্রীর বিয়ে
ই-বার্তা ডেস্ক ।। কলকাতার তারকা জুটি রাজ-শুভশ্রী নানান ঘটনাচক্র পেরিয়ে গত ৬ মার্চ বাগদান সম্পন্ন করেছিলেন।আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আজ ১১ মে তাঁদের বিয়ের দিন নির্ধারণ করা হয়।গতকাল রীতি অনুযায়ী হয়ে গেছে রাজ-শুভশ্রীর গায়ে হলুদ। হিন্দু ধর্মে আবার যাকে বলে ‘আইবুড়ো ভাত’।
অর্থাৎ বিয়ের আগের দিন হবু বর-কনে একসঙ্গে বসে খাবার খান। গতকাল রাতে রাজ-শুভশ্রীর বিয়ের ভ্যানু বাওয়ালি রাজ বাড়িতে অনুষ্ঠিত হয় তাঁদের গায়ে হলুদ।গায়ে হলুদে নিখাদ বাঙালি সাজে সেজেছিলেন শুভশ্রী। লাল ও সাদার মিশেলে বেশ জাঁকজমক শাড়ি গায়ে জড়িয়েছিলেন শুভশ্রী। সঙ্গে সোনার গয়না, মেহেদী রাঙা হাত আর পায়ে আলতা।
এরপর রীতি অনুযায়ী শুরু হয় আইবুড়ো ভাত। বড় থালায় নানা রকম খাবারের পসরা সাজানো হয়েছিল। বিশেষভাবে ছিল বড় মাছের মাথা। হিন্দু রীতিতে মাছের মাথা না থাকলে আইবুড়ো ভাত সম্পন্ন হয় না। এরপর রাজ-শুভশ্রী একে অপরকে খাইয়ে দেন। চারপাশে তাঁদের ঘিরে ছিল আগত অতিথি।
আজ সন্ধ্যায় কলকাতার বাওয়ালি রাজবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে রাজ-শুভশ্রীর বিয়ে।
ই-বার্তা/ডেস্ক