আটকে গেলো ফারুকীর ‘শনিবার বিকেল’
ই-বার্তা ডেস্ক।। ফারুকীর শনিবার বিকেল নিয়ে কয়েকদিন ধরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ডুব’র পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন এই সিনেমাটি। আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে ছবিটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘স্যাটারডে আফটারনুন’।
গত বছর সিনেমাটির শুটিং শেষ হয়। সম্পাদনা শেষে ছবিটি জমা পড়েছিলো সেন্সর বোর্ডে। সেখানে প্রদর্শিত হওয়ার পর ৯ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাচ্ছে বলে জানা যায়। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়।
কিন্তু অনেকটা আচমকাই জানা গেল, ছবিটি এখনই ছাড়পত্র পাচ্ছে না। স্থগিত করা হয়েছে সেন্সর বোর্ডের পুরনো সিদ্ধান্ত। অভিযোগ উঠেছে ছবিটি নির্মিত হয়েছে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটা নির্মম সন্ত্রাসী হামলার ছায়া ধরে। বিষয়টি ফারুকী সরাসরি শিকার করেননি কখনই। শুধু এই কারণে, নাকি আরও কিছু কারণ রয়েছে সে বিষয়ে জানা যায়নি এখনও।
ই-বার্তা/ মাহারুশ হাসান