আবারও মোদি সরকারকে ক্ষমতায় দেখতে চায় আইএসআই
ই-বার্তা ডেস্ক।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও ক্ষমতায় দেখতে চায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারত-পাকিস্তানের সাবেক দুই গোয়েন্দা প্রধানের যৌথভাবে লেখা ‘দ্য স্পাই ক্রনিক্যালস’ শিরোনামে এই বইয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান এএস দুলাত এবং পাকিস্তান আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানি যৌথভাবে বইটি লিখেছেন।
আসাদ দুররানির মতে, ভারত-পাকিস্থানের আন্তঃসীমান্ত উত্তেজনা ও সংঘাত এখনই বন্ধ করা উচিত। কাশ্মীর বিতর্কের প্রত্যক্ষ কোনো সমাধান নেই। বিভক্তি কিংবা যৌথভাবে কাশ্মীর শাসন কিংবা অন্য কোন ফরমূলা নিয়ে সমাধানের পথে এগিয়ে যেতে হবে।দ্বিপাক্ষিক বাণিজ্য কিংবা বাস চালুর মতো ছোট ছোট পদক্ষেপ নেয়া যেতে পারে।
অন্যদিকে তাদের বইয়ে দুই দেশের মাঝে বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক, কাশ্মীর সঙ্কট, কারগিল অপারেশন, অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন নেভি সিলের অভিযান সহ অন্যান্য দ্বিপাক্ষিক নানা বিষয় তুলে ধরেছেন দেশ দুইটির সাবেক দুই গোয়েন্দা প্রধান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু