আবাসিক হোটেলে অভিযান, ৪ তরুণসহ ২ তরুণী আটক
ই-বার্তা ডেস্কঃ খুলনা মহানগরের দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে ৪ তরুণসহ ২ তরুণীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (৪ মার্চ) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ সদরের মৌসুমী আবাসিক হোটেল ও সোনার বাংলা আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ওই ছয় তরুণ-তরুণীকে আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদরের মৌসুমী আবাসিক হোটেল ও সোনার বাংলা আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া বলে তিনি উল্লেখ করেন।
ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ