আমাকে হত্যার চেষ্টা চলছে : মমতা

কয়েকটি রাজনৈতিক দল তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি ঠিক করেছে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘জি টোয়েন্টি ঘটনা’ কে দেয়া এক সাক্ষাৎকারে মমতা এমন দাবি করেন।

 

তিনি বলেন, আমার কাছে তথ্য আছে, কয়েকটি রাজনৈতিক দল…. আমি তাদের নাম বলবো না, তারা আমাকে হত্যার চেষ্টা করছে। তারা আমাকে হত্যার জন্য অর্থের বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করেছে। কিন্তু আমি ভয় পাইনি।পুলিশ তাকে অধিক নিরাপদ সরকারি বাংলোতে বসবাস শুরু করার পরামর্শ দিয়েছে ইঙ্গিত দিয়ে মমতা আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের একতলা ভবনে বসবাস করেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সরকারি বাংলোতে না উঠায় পুলিশকে তার নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পোহাতে হয়।

 

এরই মধ্যে একটি ‘পলিটিক্যাল উইল’ প্রস্তুত করেছেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, তার অবর্তমানে তার দলের টিকে থাকা নিশ্চিত করার কাজ তিনি করে রেখেছেন।তিনি বলেন, আমার অবর্তমানে কে দল চালাবে, কে সরকার চালাবে তার সবই আমি লিখে রেখেছি। আমার জরুরি পরিকল্পনা প্রস্তুত আছে।

 

 

 

ই-বার্তা/ডেস্ক