আমার নাম শ্রমিক
আমার নাম শ্রমিক
ফারহানা মোবিন
এই দালান কোঠার মাঝে আমার রক্ত আর ঘাম,
লেখা হয়নি কোথাও আমার এক বিন্দু নাম।
এই পিচ ঢালা পথে জড়িয়ে আছে আমারই রক্ত,
নিজেরা ভেংগে চূড়ে, এই পথ কে করেছি শক্ত ।
ঐ বিশাল অট্টালিকার বালু পাথরে আমাদেরই ঘাম,
হা ভাতের মানুষ আমরা, বাড়েনি আমাদের ইনকাম ।
কখনো প্রবাসে, কখনো দেশে, টেনেছি সংসার এর ঘানি,
নীরবে নিভৃতে ,অসহায় হয়ে ফেলেছি চোখের পানি।
সে পানি দেখার নেইতো আজকে আর কেউ,
মনের মাঝে ভেসেছে অনেক আশার ঢেউ ।
রোদ, বৃষ্টি আর ঝড়ে পুড়ে আমাদের নিত্য নিয়তি,
কোন দফতরে পৌঁছে না আমাদের দাবীর মিনতি।
আামাদের নাম শ্রমিক, আমাদের নাম অভাব,
কেউ বোঝেনা হায়, আমাদের মনোভাব ।
আমরাও বাচতে চাই, একজন মানুষের মতো,
জেগে ওঠো শ্রমিকেরা, লাথি খেয়েছো যতো।
ই-বার্তা/ফারহানা মোবিন