ইঞ্জুরির কবলে রোহিত শর্মা
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। চোট পাওয়ার পর তিনি মাঠেই শুয়ে পড়েন। তবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, রোহিতের চোট ততটা গুরুতর নয়।
ক্রিকেটের বিশ্ব আসরকে সামনে রেখে আগামী ১৫ এপ্রিল দল ঘোষণা করার কথা রয়েছে বিসিসিআইয়ের। কিন্তু তার আগেই চলে এল দুঃসংবাদ। আর এই ইনজুরির কারণে তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই টপঅর্ডার ব্যাটসম্যানের ইনজুরিতে দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
উল্লেখ্য, ভারতের হয়ে ২০৬টি ওয়ানডে ম্যাচ খেলে ২২টি সেঞ্চুরি এবং ৪১টি ফিফটির সাহায্যে ৮ হাজার ১০ রান করেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে ২৭ ম্যাচে তিন সেঞ্চুরিতে করেন ১ হাজার ৫৮৫ রান। আর টি-টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৪ ম্যাচ খেলে করেন দুই হাজার ৩৩১ রান।