ইতালিতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি শিশু নিহত
ই- বার্তা ডেস্ক।। ইতালিতে বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে আদিবা নামে তিন বছরের বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির জেনোভা শহরে এ ঘটনাটি ঘটে। মেয়ে শিশুটিকে তার মা বাড়িতে একা রেখে অন্য সন্তানদের স্কুল থেকে আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুরের ভেদরগঞ্জের মনোয়ার হোসেন ইতালির জেনোভাতে একটি বহুতল ভবনের পাঁচ তলায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন। দুর্ঘটনার সময় তিনি দোকানে কাজ করছিলেন এবং তার স্ত্রী অন্য সন্তানদের স্কুল থেকে আনতে গিয়েছিলেন।
এ সময় জানালা দিয়ে আদিবা সামনের রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মনোয়ার হোসেনের তিন সন্তানের মধ্যে সবার ছোট ছিল আদিবা। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা সবাই মুষড়ে পড়েছেন।