ইনজুরি থেকে ফিরছেন তামিম
ইনজুরি সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন তামিম। ইনজুরি সমস্যা কাটিয়ে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আবারও মাঠে নামতে পারবেন তিনি।
পুনর্বাসন প্রক্রিয়ায় তিনি বেশি বেশি জিমে সময় দিচ্ছেন। কেননা ইনজুরিতে পরার কারনে আগের মতন ফিটনেস এখন আর তাঁর নেই। তাই ফিটনেস পুনরায় ফিরে ফেতে এক মাস ধরে অন্য মাস গুলোর তুলনায় বেশি পরিশ্রম করছেন তিনি। নিয়মিত শারীরিক অনুশীলন ছাড়াও করছেন সাইক্লিং।
এদিকে হালকা পাতলা ব্যাটিং শুরু করেছেন তিনি। তবে সেটা লম্বা সময় ধরে নয়। নেটে ২০-২৫ মিনিট ব্যয় করছেন তিনি। তবে তিনি এই সময়টাকে সঠিক কাজে লাগাতে চেষ্টা করছেন। প্রতিপক্ষ কিভাবে বোলিং করতে পারে সে সব দিকটা বিবেচনা করে অনুশীলন করছেন তামিম।
গত এক মাস ধরে মাঠে দ্রুত ফেরার জন্য কোঠর অনুশীলন করছেন। আশা করা যাচ্ছে দুই এক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে পারবেন তামিম।