ইরাকে মসজিদের সামনে বিষ্ফোরণ, নিহত ৩ আহত ৩৪
ই-বার্তা ডেস্ক।। ইরাকের রাজধানী বাগদাদে জোরালো এক বিস্ফোরণে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত আরও অন্তত ৩৪ জন। মোটরসাইকেলে থাকা বিষ্ফোরক দ্রব্য থেকে এই বিষ্ফোরণ ঘটে।
প্রাথমিক তদন্তের পর শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে বাগদাদের মুসায়িবের ব্যস্ত বাণিজ্যিক এলাকায়, একটি শিয়া মসজিদের সামনে, কে বা কারা বিস্ফোরক ঠাসা মোটরবাইকটি চুপিসারে রেখে গিয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই জোরালো বিস্ফোরণ ঘটে।
পুলিশ প্রথমে ধারণা করেছিল, মসজিদের সামনে সন্ধ্যায় শিয়াদের জমায়েতের কথা মাথায় রেখেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে, যদিও এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী।
ইরাক আইএস-মুক্ত বলে ২০১৭ সালে সরকারি ভাবে দাবি করলেও, তার পরে একাধিকবার সেখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ইসলামিক এই জঙ্গি সংগঠনটি এখনও দেশটিতে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষত, ইরাকের উত্তরে। শনিবার আইএস অধ্যুষিত এলাকায় নতুন করে অভিযানে নামে ইরাকি সেনা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু