‘ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি দিলে কঠোর ব্যব্যস্থা’
ই-বার্তা ডেস্ক।। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমানের অস্থিরতায় কেউ উস্কানি দিলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার তিনি বলেন, এই অঞ্চলের সব দেশের জানা উচিত যে এখানে কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করলে তাদের বাঁচাটাও সহজ হবে না।
এদিকে ইন্টারন্টে বন্ধ করায় ইরানের তথ্যমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে তার সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে হঠাৎ করে ইরানে সব ধরনের তেলের দাম বাড়িয়ে দেয় দেশটির কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে সাধারণ জনগণ। এ আন্দোলনে দেশটির প্রশাসন হস্তক্ষেপ করলে ১২০ জনের বেশি নিহতের খবর প্রকাশ পায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু