ইসরাইলে গেলে ফিলিস্তিনিরা মেসির জার্সি-ছবি পোড়াবে
ই-বার্তা ডেস্ক ।। আর্জেন্টিনাকে বহু আগে থেকে অনুরোধ করে আসছে মুক্তিকামী ফিলিস্তিন যেন ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ না খেলে। তবে তাতে ইতিবাচক সাড়া না পেয়ে বিকল্প পথে হাঁটছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
দখলদার ইসরাইলের বিপক্ষে খেললে আর্জেন্টাইন বিশ্বনন্দিত ফুটবলার লিওনেল মেসির জার্সি ও ছবি পোড়ানোর ঘোষণা দিয়েছেন পিএফএ প্রেসিডেন্ট জিব্রিল রাজৌব।আগামী ৯ জুন আর্জেন্টিনা-ইসরাইলের ম্যাচটি গড়াবে বিবাদমান পূর্ব জেরুজালেমের টেড্ডি স্টেডিয়ামে। কথিত আছে, ফিলিস্তিনিদের গুপ্তহত্যায় সেটি ব্যবহৃত হতো।
তাই সম্মানপ্রদর্শনপূর্বক সেখানে না খেলতে আলবিসেলেস্তেদের অনুরোধ করে আসছে ফিলিস্তিন। কিন্তু তাতে সাড়া না দেয়ায় এ অভিনব পন্থা অবলম্বন করতে যাচ্ছেন স্বাধীনতাকামীরা।
জিব্রিল রাজৌব বলেন, মেসি বড় প্রতীক। তাই তাকেই আমরা টার্গেট করেছি। সবাইকে বলেছি, তার ছবি ও জার্সি পুড়িয়ে প্রতিবাদ করতে। তবে এখনও আশা করি, আর্জেন্টিনা এখানে খেলতে আসবে না। ম্যাচটি বর্জন করবে।
ই-বার্তা/ডেস্ক