‘ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পেলেও খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না’
ই- বার্তা ডেস্ক।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন মন্তব্য করেছেন যে, ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পায়; কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।
তিনি বলেন, অবৈধ অসামাজিক সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
আজ রোববার টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি শাখা কর্তৃক আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকার মহামারী ডেঙ্গু রোগকেও গুজব বলে চালিয়ে দিতে চায়। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। হাইকোর্ট ও নিম্ন আদালত খালেদা জিয়াকে কারাগারে রাখেনি; রেখেছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই।
ড. খন্দকার মোশারফ বলেন, দেশের মানুষ যখন পানিতে ভাসে, তখন তাদের পাশে থাকার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হননি, তাই জনগণের কথা চিন্তা না করে তিনি লন্ডন গেছেন ঘুরতে।
তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে অবৈধ সরকার গঠন করে দেশ পরিচালনা করছে সরকার। খালেদা জিয়া ও আবদুস সালাম পিন্টুর ত্রাণ বিতরণের কথা ছিল; আজ তারা কারাগারে, তাই তাদের পক্ষে আমরা এসেছি ত্রাণ দিতে।
উপজেলার কোনাবাড়ি মাদ্রাসায় মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল খালেক মণ্ডল, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।