‘উদ্ধার কাজ শেষ হলে অফিস হস্তান্তর’
ই-বার্তা ডেস্ক।। বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ শেষ হওয়ার পর অফিস হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভেতরের অবস্থা দেখতে ফায়ার ব্রিগেড, পুলিশ, সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সব স্টেক হোল্ডাররা একসঙ্গে যাবে। ভেতরে বিভিন্ন অফিস আছে। অফিসের যারা মালিক তাদের আইডিন্টিফাই করে প্রতিটি ফ্লোরে গিয়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা যা আক্ষত আছে তা উদ্ধার করে হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, এখানে আগুনের কারণে গ্লাস, এসি পুড়ে গেছে। সেগুলোকে নেটিং করা হবে যেন এগুলো থেকে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে। উল্লেখ্য, গতকাল (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধারের কাজে সহায়তা করে। এতে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৭৬ ।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ