উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেবে না আওয়ামীলীগ
ই-বার্তা ডেস্ক।। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধীরা সমালোচনায় মেতে উঠলেও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মধুর সমস্যায় পরেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উভয়কেই কী দলীয় মনোনয়ন দেওয়া হবে কি না সে বিষয়ে মতভেদ ছিল।
এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।’
বুধবার এক বিবৃতিতে কাদের বলেন, ‘তবে মনোনয়ন বোর্ড উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শের ভিত্তিতে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু