উবারে যুক্ত হচ্ছে বাস সার্ভিস
ই-বার্তা ডেস্ক।। এবার উবারে যুক্ত হয়েছে বাস সার্ভিস। কিন্তু অ্যাপের মাধ্যমে পুরো বাস ভাড়া করতে পারবে না ব্যবহারকারীরা। বাসের অ্যান্ড-টু-অ্যান্ড গতিবিধি ও রিয়েল-টাইমে গণ-পরিবহনের তথ্য পাওয়া যাবে এই অ্যাপটিতে।
যুক্তরাষ্ট্রের ডেনভারে এ সার্ভিসটি চালু করেছে উবার। আরটিডি এর মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী ডেভিড জেনোভা জানিয়েছেন, পর্যায়ক্রমে বাংলাদেশসহ উবারের কার্যক্রম থাকা সব দেশেই এই সুবিধা চালু হবে।
আরটিডি’র প্রধান নির্বাহী বলেন, গ্রাহকরা তাদের যাত্রাকে আরও সহজ করতে চায়। আর এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা তাদের যাত্রাকে আরও সুন্দর ভাবে পরিকল্পনায় নিয়ে আসতে পারবে।
এর আগেও গত বছরের সেপ্টেম্বরে এমন উদ্যোগ নিয়েছিল উবার। উবার তাদের অ্যাপে এজন্য মোড সুইচ ফিচার যুক্ত করেছিল। গ্রাহকের অবস্থানে গাড়ি, বাইক এবং স্কুটারসহ উবারের কোন কোন সেবা পাওয়া যায় তা দেখানো হয় এই টুলের মাধ্যমে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু