উড়িষ্যায় আঘাত হেনেছে ফণি
ই-বার্তা ডেস্ক।। ভারতের উড়িষ্যার পুরীতে আঘাত হেনেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়’ ফণি। সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানা যায়। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২০০-২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে পুরী।
উড়িষ্যার রাজ্য সরকার ইতিমধ্যে উপকূলীয় সকল লোকজনকে সরিয়ে নিয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্য ও জেলা থেকে অন্তত ১১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শুধুমাত্র উড়ী গাঞ্জাম ও পুরী থেকে ৩ লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং এক লাখের বেশি মানুষকে আশ্রয়স্থলে অবস্থান করছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু