‘এই মুহূর্তে যুদ্ধের ভার বহন করার মতো ক্ষমতা আমেরিকা নেই’
ই-বার্তা ডেস্ক।। কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ‘কঠোর প্রতিশোধের’ অংশ হিসেবে ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানোর পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরাকে আমাদের সেনা মোতায়েন রয়েছে। আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করবো।
ইরানকেও সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়ে ন্যান্সি পেলোসি বলেন, এ মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধের ভার বহন করার মতো ক্ষমতা আমেরিকা এবং বিশ্বের নেই।
এদিকে হামলার পর আইআরজিসি’র পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘বড় শয়তান’, ‘রক্তপিপাসু’ ও ‘দাম্ভিক’ আমেরিকাকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, যদি আবার কোনো ‘শয়তানি’ করা হয় কিংবা কোনো আগ্রাসন বা উসকানি চালানোর চেষ্টা করা হয় তাহলে ওয়াশিংটনকে এর চেয়ে ‘বেদনাদায়ক’ ও ‘বিপর্যয়কর’ জবাব দেয়া হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু