এক সপ্তাহে এরশাদের শরীরে ২৮ ব্যাগ রক্তঃ জি এম কাদের
ই- বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন যে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শরীরে গত সাত থেকে আট দিনে ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
আজ শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, ‘গত সাত থেকে আট দিনে উনাকে (এরশাদ) ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তারও আগে বিভিন্ন কারণে আরও ৮ ব্যাগ রক্ত দিতে হয়েছিল। এখন আর সে অবস্থা নেই। ’
তিনি আরও বলেন, ‘উনার (এরশাদ) জন্য ‘বি পজিটিভ’ রক্ত দরকার- টেলিভিশন স্ক্রল এবং অন্যান্য গণমাধ্যমে এমন খবর প্রচারের পর হাজারো মানুষ রক্ত দিতে হাজির হন। ব্লাডব্যাংকে মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিলেন। তবে বর্তমানে রক্তের আর দরকার নেই। প্রয়োজনে আবার রক্ত নেওয়া হবে। যারা এসেছিলেন তাদের নাম ও মোবাইল নম্বর রেখে দেওয়া হয়েছে।’
এসময় যারা হুসেইন মুহম্মদ এরশাদকে রক্ত দিয়েছেন এবং যারা দিতে এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান জি এম কাদের।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘গতকাল ও পরশু উনাকে হেমো ডায়াফিলটারেশন ও হেমো পারফিউশন দেওয়া হয়েছে। এই দুটি দিয়ে তার শরীরে যে বাড়তি পানি, বিষাক্ত পদার্থ ও রোগ জীবাণু ছিল তা বের করা হয়েছে।’
তিনি বলেন, ‘ডাক্তাররা বলেছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন। অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন দু’দিনের চিকিৎসায় এরশাদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরও দু’তিনদিনের মধ্যে ওনার অবস্থা আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হতে পারেন।’
এদিকে শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ-মন্দিরে এরশাদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম