এখনই বাংলাদেশকে নিয়ে ভাবছে না পাকিস্তান
ই- বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ের পড়ে পাকিস্তান তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।
নিজেদের শেষ দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশকে হারাতে পারলেই দলটি সেমির টিকিট পেতে পারে।
তবে এখনই এই ম্যাচ নিয়ে ভাবছে না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের জয়ের নায়ক বাবর আজম জানিয়েছেন, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তারা। কিউইদের সঙ্গে অনবদ্য সেঞ্চুরি হাঁকান তিনি। আফগানদের আগে টাইগারদের নিয়ে ভাবতে চাইছে না পাক ব্রিগেড।
বাবর বলেন, আমরা ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। শেষ ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত আমাদের ফোকাস পরের ম্যাচ। আফগানিস্তান ম্যাচ শেষেই বাংলাদেশকে নিয়ে ভাববো। তবে দুটি ম্যাচই জিততে চাই আমরা।
তিনি বলেন, টুর্নামেন্টের শুরুর দিকে জিততে পারিনি আমরা। তবে এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করি, উভয় ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারব আমরা।
আগামী ২৯ জুন আফগানিস্তান ও ৫ জুলাই শক্তিশালী বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম