‘এখনও আশাঙ্কামুক্ত নন এরশাদ’
ই- বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন যে, চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত আছে।
তিনি বলেন, ‘উনার অবস্থা অপরিবর্তিত আছে। কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। আবার কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে। তবে তিনি আশাঙ্কামুক্ত নন।’
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে জি এম কাদের এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ডাক্তারদের ধারণা বেশ কিছুদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হলে তার শরীরের অর্গানগুলো কাজ করতে পারে। তখন তিনি সুস্থ হয়ে উঠবেন। যতদিন পর্যন্ত তার বেঁচে থাকা সম্ভব ততোদিন পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হবে। সময় সম্পর্কে ডাক্তাররা এখনো কিছু বলতে পারছেন না।
তিনি বলেন, ‘শুরু থেকে এরশাদকে ক্রিটিকাল ইউনিটে রাখা হয়েছে। বুধবার থেকে তাকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে। তার অর্ধেক খাবার ডাইজেস্ট হয়েছে আর অর্ধেক হয়নি। পাকস্থলি থেকে যে ব্লিডিং হতো তা বন্ধ হয়েছে।
এর আগে দলের কার্যালয়ে এরশাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম