এখন পর্যন্ত আবরার হত্যায় গ্রেফতার হয়েছেন যারা
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত (১০ অক্টোবর) মোট ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদের মধ্যে মামলার এজাহারভুক্ত ১২ জন এবং এজাহারবহির্ভূত চারজন।
গ্রেফতারদের মধ্যে এজাহারভুক্তরা হলেন-
১. মেহেদী হাসান রাসেল
২. মো. অনিক সরকার
৩. ইফতি মোশাররফ সকাল
৪. মো. মেহেদী হাসান রবিন
৫. মো. মেফতাহুল ইসলাম জিওন
৬. মুনতাসির আলম জেমি
৭. খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির
৮. মো. মুজাহিদুর রহমান
৯. মুহতাসিম ফুয়াদ
১০. মো. মনিরুজ্জামান মনির
১১. মো. আকাশ হোসেন ও
১২. হোসেন মোহাম্মদ তোহা।
গ্রেফতারদের মধ্যে এজাহারবহির্ভূত চারজন হলেন-
১. ইসতিয়াক আহম্মেদ মুন্না
২. অমিত সাহা
৩. মো. মিজানুর রহমান ওরফে মিজান ও
৪. শামসুল আরেফিন রাফাত।
আবরার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃতদের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, ‘বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহার দায়ের করার পূর্বেই সোমবার (৭ অক্টোবর) ১০ জনকে গ্রেফতার করা হয়।
তাদের প্রত্যেকেই পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ৮ অক্টোবর তিনজনকে গ্রেফতার করা হয়। তাদেরও পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আজ (১০ অক্টোবর) আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে যারাই প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকুক, প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মামলাটি পেশাদারিত্ব ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যদি কারও কাছে কোনো তথ্য থাকে, তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’