এটা দারুণ এক দলীয় প্রচেষ্টাঃ মাশরাফি
ই-বার্তা ডেস্ক।। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বিশাল লক্ষ্য তাড়া করে বাংলাদেশ দলের জয়ের পুরো কৃতিত্ব দলের খেলোয়াড়দের দিলেনঅধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, এই সাফল্য দলীয় প্রচেষ্টার ফল।
আয়ারল্যান্ডের ডাবলিনের মেলাহাইড স্টেডিয়ামে শুক্রবার উইন্ডিজের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ৫ উইকেটের জয়ে দারুণ এক ইতিহাস গড়ে বাংলাদেশ। সাতবারের চেষ্টায় প্রথম কোনো বহুজাতিক সিরিজে ট্রফি জিতল টাইগাররা।
ঐতিহাসিক ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ২০.১ ওভারে ১৩১ রান করার বৃষ্টি বাগড়া দেয় খেলায়। সোয়া পাঁচ ঘণ্টা পর খেলা আবার শুরু হলে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ তোলে ১ উইকেটে ১৫২ রান। ডাকওয়ার্থ-লুইসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০। বড় এই লক্ষ্যে খেই হারায়নি টাইগাররা। সৌম্য-মোসাদ্দেকের অসাধারণ ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই জয়ের আনন্দে ভাসে তারা।
ম্যাচ শেষে দলীয় প্রচেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা করে অধিনায়ক মাশরাফি বলেন, “অসাধারণ এক অনুভূতি। কেবল শুরু হল, আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে। দীর্ঘদিন ধরে আমরা জিততে পারিনি। ৬ বার ফাইনালে গিয়ে হেরেছি। সপ্তমবার এসে সফল হলাম। এটা দারুণ দলীয় প্রচেষ্টা।”
“উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, আমরা বোলিং করার সময়ই বুঝতে পেরেছিলাম। সৌম্য ও তামিম ভালো শুরু এনে দিয়েছিল। ম্যাচ জয়ের ভিত্তি তারাই গড়ে দিয়েছিল। মাঝখানে মুশফিক বেশ ভালো ব্যাট করেছে। মোসাদ্দেক ও রিয়াদ দারুণভাবে শেষ করেছে ম্যাচ।”
বাংলাদেশের এই দাপুটে জয়ের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে মনে করেন মাশরাফী, “অবশ্যই বিশ্বকাপ আরও বেশি চ্যালেঞ্জিং হবে। সেখানে উইকেট আরও ফ্ল্যাট থাকবে। বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আজকের ম্যাচ আমাদের বড় লক্ষ্য তাড়া করায় আত্মবিশ্বাস দেবে, বিশেষ করে এমন কোনো ম্যাচে যখন পরে ব্যাট করতে হবে।”
ই-বার্তা/সালাউদ্দিন সাজু