এবার নতুন ইতিহাস সৃষ্টি করবে অস্কার
ই-বার্তা ডেস্ক।। এবার নতুন ইতিহাস সৃষ্টি করবে অস্কার। এত বছরে যা ঘটেনি এবার তাই ঘটেনি এবার তাই ঘটেনি এবার তাই ঘটবে। ৯২তম অস্কার অনুষ্ঠিত হবে উপস্থাপক ছাড়া। প্রতিবছরই উপস্থাপনা কে করবেন এ নিয়ে অনেক কৌতূহল থাকে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় অস্কার দেয়া হবে। মাত্র এক মাস বাকি। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। অস্কারে উপস্থাপনা কে করবেন-তা নিয়ে অনেক কৌতূহল থাকে। ছয় আগেই ঘোষণা দেওয়া হয় উপস্থাপকের নাম। এবার অস্কারে কোনো উপস্থাপক থাকছে না।
বিজয়ীদের হাতে বিভিন্ন বিভাগের পুরস্কার তারকারা তুলে দেবেন। পুরোনো রীতিতেই দেয়া হবে পুরস্কার, শুধু থাকবে না উপস্থাপক।