এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হচ্ছে সাংবাদিক মাহফুজ উল্লাহকে
ই-বার্তা ডেস্ক।। গুরুতর অসুস্থ সাংবাদিক মাহফুজ উল্লাহকে আজ রাতেই উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, সাংবাদিক মাহফুজ উল্লাহ হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন।
উল্লেখ্য গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে সাংবাদিক মাহফুজ উল্লাহকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেন।
বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপন জানান, ব্যাংককে সাংবাদিক মাহফুজ উল্লাহ’র সঙ্গে তার পরিবারের সদস্যরা যাবেন।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ