এ মাসেই ট্রাম্প-কিমির বৈঠক
ই-বার্তা ডেস্ক।। শুক্রবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের মধ্যে প্রত্যাশিত দ্বিতীয় বৈঠক এ মাসেরই শেষের দিকে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।
এ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়া দেশ ভিয়েতনামের উপসাগরীয় শহর দা নংয়ে শীর্ষ এ বৈঠকটি চলতি মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে। এর জন্য সব ধরনের প্রস্তুতি বা প্রক্রিয়া প্রায় শেষ।
উল্লেখ্য, এর আগে নানা টানাপোড়নেরর পর ২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরে এই দুই শীর্ষ নেতার প্রথম বৈঠক হয়েছিল। তখন এতে উত্তর কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং দু’পক্ষের মধ্যে সমঝোতা নীতিসহ নানা বিষয় নিয়ে আলাপ-অলোচনা ও চুক্তি হয়। যদিও এরপর দু’জনের মধ্যে আবারও চুক্তি বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল।
ই-বার্তা/ মাহারুশ হাসান