ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে
ই- বার্তা ডেস্ক।। হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। শীঘ্রয় কৃত্রিম সাপোর্ট খুলে ওপেন হার্ট সার্জারির কথা ভাবছেন চিকিৎসকরা ।
ওবায়দুল কাদেরের চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে ব্রিফিং করেন ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ডা. ফিলিপের বক্তব্যের বরাত দিয়ে এসব জানান বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, একরামুল করিম চৌধুরী এমপি, নিজাম হাজারী এমপি সহ আরো অনেকে। ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।
হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে যোগে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে রয়েছেন ওবায়দুল কাদের।
ই- বার্তা / আরমান হোসেন পার্থ