ওমানে প্রবাসীদের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর মতবিনিময়
ই-বার্তা ডেস্ক ।। বৃহস্পতিবার ওমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ মতবিনিময় সভায় প্রবাসীরা তার সামনে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ারের সভাপতিত্বে আয়োজিত ওই সভার সঞ্চালক ছিলেন দ্বিতীয় সচিব আনোয়ার।
সভায় প্রতিমন্ত্রী প্রবাসীদের দাবি-দাওয়া সম্পর্কে আলোকপাত করে বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় বসে নয়, সরাসরি প্রবাসীদের কাছে গিয়ে তাদের চাহিদা জানবো, তাদের দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
প্রতিমন্ত্রী আরও বলেন,মধ্যপ্রাচ্যের দেশগুলো চায় প্রশিক্ষিত কর্মী। বর্তমান সরকার দেশে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশে কর্মী পাঠাতে উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে ইমরান আহমেদকে বাদ্যযন্ত্রের তালেতালে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা। এছাড়াও ওমান আওয়ামী লীগ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বাংলাদেশ সমিতি, চট্টগ্রাম সমিতি ওমান, বঙ্গবন্ধু পরিষদ, ওমান যুবলীগ, বাংলাদেশ সিআইপি অ্যাসোসিয়েশনসহ আরও একাধিক সংগঠন ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
ই-বার্তা / শাহাদাত ছৈয়াল