কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত
ই- বার্তা ডেস্ক।। কক্সবাজার সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আব্দুর রহিম (৪২)। তিনি ঝিলংজা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সুত্র থেকে জানা গেছে, বিকলে আব্দুর রহিমের সঙ্গে মকবুল সওদাগরপাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের জমি সংক্রান্ত টাকা নিয়ে তর্কবিতর্ক হয়। জিসাত একপর্যায়ে রহিমের বুকে-ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ওসি (তদন্ত) খাইরুজ্জমানসহ পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য থানায় আসতে বলা হয়েছে। খুনিকে ধরতে কাজ করছে পুলিশ।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম