কক্সবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক
ই-বার্তা ডেস্ক।। কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি এলাকার গোলাম কবিরের ছেলে মো. জহির (২৬) ও একই এলাকার সুলতান আহমেদের ছেলে আইয়ুব আলী (৩২)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন
তিনি জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় ইয়াবা হাত বদল হচ্ছে- এমন খবর পেয়ে র্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা, মুঠোফোন ও নগদ টাকা পাওয়া গেছে।
আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম