কঠিন অর্থনৈতিক সংকটে ইরান
ই-বার্তা ডেস্ক।। বুধবার তেহরানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মন্তব্য করেছেন, গত ৪০ বছরের মধ্যে ইরান এবারই কঠিন অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে । তিনি বলেছেন, এজন্য যুক্তরাষ্ট্র দায়ী; ইরান সরকার নয়।
২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।
অর্থনৈতিক অচলাবস্থার জেরে সম্প্রতি দেশটির শ্রমিক, ট্রাক চালক, কৃষক ও ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ থেকে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে তারা।
প্রেসিডেন্টের ওয়েবসাইটের তথ্য বলছে, রুহানি বলেছেন, গত ৪০ বছরের মধ্যে আজ দেশ সবচেয়ে বড় চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।
তিনি বলেন, আমাদের এই সঙ্কটের প্রাথমিক কারণ হলো যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীরা। এজন্য দায়িত্বশীল ইরানি সরকার এবং ইসলামিক শাসন ব্যবস্থাকে দায়ী করা উচিত হবে না।
ই-বার্তা/ মাহারুশ হাসান