কন্ডিশন’কে অজুহাত মানতে নারাজ সাব্বির
ই-বার্তা ডেস্ক।। নেপিয়ায়ের পর ক্রাইস্টচার্চে সমান ব্যাবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। আর এমন হারের পর অনেকে কন্ডিশনকে দোষারোপ করলেও সেটা মানতে নারাজ সাব্বির।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে সাব্বির রহমান হারের ব্যখ্যায় শুরুতেই বলেন, ‘আসলে কোনো সমস্যা নেই।’
সাব্বিরের ভাষ্য মতে, ‘আমি তো কোনো সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে। আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়ে গেছি তাড়াতাড়ি। আশা করি এটার পুনরাবৃত্তি হবে না। পরের ম্যাচ থেকে আশা করি ভালো করব।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই ধাপে ধাপে নিউজিল্যান্ড ছুটেছেন ক্রিকেটাররা। তবুও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা সমস্যা মনে করছেন না সাব্বির। কিন্তু নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কাজে না লাগাতে পারাকেই ব্যর্থতা মানছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
তিনি আরও বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, ঠিক তা না। সবই ঠিক আছে। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না। যদি কাজে লাগাতে পারি সামনে ভালো ক্রিকেট খেলব। পরের ম্যাচে হোয়াইটওয়াশ ঠেকিয়ে চেষ্টা করব ব্যবধানটা ২-১ করতে।’
ই-বার্তা/ মাহারুশ হাসান