কান্নার স্রোতে ভাসল নরেন্দ্র মোদি
ই-বার্তা।। অমিত শাহকে তিনি গড়েছেন নিজের হাতেই। শেষ দু’দশকে যে গুজরাট নেমেছিল আসন সংখ্যায় সর্বনিম্নে সেই গুজরাটেও পেয়েছেন বড় জয়। এখনানেই শেষ নয়। এখনই বিশ্রাম নয়। পরবর্তী নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল এসব কথাই সাংসদদের শোনাচ্ছিলেন। আর এসব বলতে বলতে আবেগ ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত সব ভাসিয়ে এল কান্নার স্রোত। এক বার নয়, তিন-তিন বার।
গুজরাট-হিমাচলে নির্বাচনের পর বিজেপি সাংসদদের সঙ্গে এটিই ছিল মোদির প্রথম বৈঠক। মোদিকে বৈঠকের শুরুতেই সকলে উঠে দাঁড়িয়ে করতালিতে স্বাগত জানান । বৈঠকেরে মাঝেই সেই মোদিই যে চোখের পানি ফেলবেন তা আর কে জানত?
যুবক বয়স থেকে যে কঠিন রাজনৈতিক যাত্রা মোদির ছিল সে কথাও তিদনি শুনিয়েছেন। পুরনো সঙ্গীদের কথা, যাদের অনেকে এখন নেই।
মন্ত্রী গিরিরাজ সিংহ বলছেন, মোদি তো রাহুল গান্ধির মতো রাজঘরানা থেকে আসেননি। মেহনত করে এই জায়গা অর্জন করেছেন। ফলে তার গলায় আবেগ মানায়।