কিউবায় বিমান বিধ্বস্ত নিহত শতাধিক
ই-বার্তা।। কিউবার রাজধানী হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শতাধিক আরোহী নিহত হয়েছেন।কিউবার কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমা বলছে, দুর্ঘটনায় তিনজন বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শুক্রবার বেলা ১২টা ৮ মিনিটে এ ঘটনা ঘটে।
উড়োজাহাজটি মেক্সিকোর প্রতিষ্ঠান অ্যারোলাইনিয়াস দামোজের কাছ থেকে ভাড়া নিয়েছিল কিউবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিউবানা ডি এভিয়েচিওন। অ্যারোলাইনিয়াস দামোজ বলছে, ক্রু ও যাত্রীসহ মোট ১১০ জন উড়োজাহাজে ছিল।
রাষ্ট্রীয় ওয়েবসাইট কিউবানডিবেট বলছে, উড়োজাহাজে ক্রু সদস্য ছিলেন ছয়জন। যাত্রীদের বেশির ভাগই কিউবার নাগরিক। এ ছাড়া ছয়জন বিদেশি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ-কানেল বলেন, ‘বিমান চলাচলে দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনা ঘটেছে। খুব বেশি ভালো খবর নেই। মনে হচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি।’
রাষ্ট্রীয় টিভি বলছে, উড়োজাহাজটি হাভানা থেকে হলগুইন শহরে যাওয়ার কথা ছিল।