কেন্দ্রীয় কারাগারের লেকে তরুণীর লাশ
ই-বার্তা ডেস্ক।। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের লেক থেকে আজমেরি আক্তার (২৬) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের কারাগারের লেক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, আজমেরি আক্তার মানসিক রোগী ছিলেন। তার বাসা বংশালের আবুল হাসনাত রোডে। দীর্ঘ ৫-৬ বছর তিনি মানসিক রোগে ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। তার চিকিৎসা চলছিল।
চকবাজার থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে আজমেরি আক্তার বাসা থেকে যান। ছাদে আছে ভেবে বাড়ির লোকজন তার খোঁজ নেননি।
পরে ঘরে আজমেরিকে না পেয়ে তাকে খোঁজা শুরু করেন তারা। আজমেরির কাছে ফোন ছিল, কিন্তু কল দিলেও তিনি ধরেননি।
কারাগার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ আজমেরির মরদেহ উদ্ধার করে। পরে বাবা বাহার উদ্দিন থানায় গিয়ে তার মেয়ের মরদেহ শনাক্ত করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ই-বার্তা/ হাসিবুল করিম