কোভিড-১৯ ভ্যাকসিন টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু করলো গুলশান থানা ছাত্রলীগ
ই-বার্তা ।। ঢাকা মহানগরে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আওতাধীন সকল থানা, কলেজ ও ওয়ার্ড ইউনিটকে টিম গঠন করে কোভিড-১৯ ভ্যাকসিন টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত গুলশান থানা ছাত্রলীগ কোভিড-১৯ ভ্যাকসিন টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু করেছে। গুলশান থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ্-মিঠুন কুমার সৌরভের নেতৃত্বে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম করছে। উক্ত থানার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ বুথে ফ্রী রেজিস্ট্রেশন সেবা চালু করা হয়েছে।
সাইদুর রহমান হৃদয় সংবাদ মাধ্যমকে বলেন, এই ক্যাম্পিং এর মাধ্যমে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু এবং সাধারণ জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিতে উৎসাহিত করছি যাতে করে কোন খরচ সাড়া সহজে সবাই রেজিস্ট্রেশন করতে পারে এবং টিকা গ্রহণ করতে পারে।