কোচিং সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী
ই-বার্তা ডেস্ক ।। কোচিং সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার পূর্বে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন: যেখানে শিক্ষকেরা শ্রেণিতে পড়াশোনা না করিয়ে বাড়িতে কিংবা কোচিং সেন্টারে তাদের স্কুলের শিক্ষার্থীদের পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে তাদের ফেল করিয়ে দেয়, এই ধরণের অপরাধ যারা করে সেই জায়গাগুলো আমাদের বন্ধ করতেই হবে। এ জন্য আমাদের চেষ্টা আছে, ইতোমধ্যেই সারাদেশে আইনশৃঙ্খলাবাহিনীও এ বিষয়ে অভিযান চালাচ্ছে।
এ সময় শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার কথাও উল্লেখ করেন মন্ত্রী। শিক্ষক অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া