কোটা ইস্যু, হামলার প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা ঢাবি ছাত্রীদের
ই-বার্তা।। সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
এতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্রী শেখ মৌসুমী বলেন, যৌক্তিক আন্দোলনে অংশ নিয়ে রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে এ অবস্থায় আমরা ক্লাসে অংশ নিতে পারি না। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজকে লাইব্রেরি সামনে আসার সময় অনেকে ছেলে তাদের নিয়ে কটূক্তি করেছে জানিয়েছে তিনি আরও বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। কোনো ধরনের হামলা চাই না। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা দেন শহীদ মিনারে হামলায় আহত ছাত্রী মরিয়ম।