কোনো দুস্থ ও অসহায়দের ছেলেমেয়ে পড়াশুনা করা থেকে বাদ যাবে না
ই- বার্তা ডেস্ক।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন যে, শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে।
আজ শনিবার দুপুরে সাভারের কলমা এলাকায় ওয়াজ আলী মডেল স্কুলের চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
বক্তব্যে তিনি বলেছেন, ‘বাংলাদেশে কোনো দুস্থ ও অসহায়দের ছেলেমেয়ে পড়াশুনা করা থেকে বাদ যাবে না। সরকার তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছে।’
এ সময় ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। পরে সাভারের গেন্ডা এলাকায় প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানকে সাভার উপজেলা প্রশাসন ও সকল এনজিও সমন্বয় উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সাভার উপজেলা পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম