ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করায় এক কর্মচারী চাকরিচ্যুত
ই-বার্তা ডেস্ক।। গত সপ্তাহে শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট হামলা চালায়। উক্ত জঙ্গি হামলার ঘটনায় নিয়ে উল্লাস প্রকাশ করায় এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি।
সেই জঙ্গি হামলায় ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। এ হামলায় আরও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এদিকে এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
আমিরাতের নিরাপত্তা কোম্পানি ট্রান্সগার্ড কর্মচারীকে ছাটাই নিয়ে এক বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়েছে, ট্রান্সগার্ডের এক কর্মচারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ক্রাইস্টচার্চে মসজিদে ঘৃণ্য হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে অপমানসূচক মন্তব্য করেছে।
প্রসঙ্গত, মসজিদে হামলার ঘটনায় সন্ত্রাসী ট্যারেন্টকে গত শনিবার আদালতে হাজির করা হয়। পরে তাকে ৫ এপ্রিল পর্যন্ত পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে। এ ঘটনায় পুরো নিউজিল্যান্ডে শোক বইছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান