ক্লাব ছাড়ার বিষয়ে জানালেন নেইমার
ই-বার্তা ডেস্ক।। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে দুই বছর আগে ফ্রান্সের ক্লাব পিএসজি’তে যোগ দেন নেইমার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় ক্লাব পরিবর্তনের নানা গুঞ্জন। অনেকবার শোনা গেছে আবারও বার্সায় ফিরছেন নেইমার। গুঞ্জনের তালিকায় সবার উপরে ছিল রিয়াল মাদ্রিদের নাম।
কিন্তু এসব কিছু নিয়ে ভাবতে চান না নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টার বলেন, ‘আসলে এমন গুঞ্জন মাঝে মধ্যেই শোনা যায়। আমি এই ক্লাব ছাড়ছি। ওই ক্লাবে যোগ দিচ্ছি। এটা করছি, ওটা করছি। কিন্তু এগুলোর কোনোটারই ভিত্তি নেই। যখন কোনো কিছু নির্দিষ্ট হবে, আমি নিশ্চয়তা দিচ্ছি- তখন সবাইকেই জানাবো। আমার নামে চারদিকে কী হয় সে বিষয়ে অবগত আছি। সেটা ভালো কিংবা মন্দ।’
পিএসজি তারকা বলেন, ‘সম্প্রতি আমার নামে অনেক কিছু চাউড় হয়েছে। বিশেষ করে নেতিবাচক কিছু। আমি নাকি নতুন বছরের অনুষ্ঠানে মাদক নিয়েছি। আমি একজন ভালো অ্যাথলেট, হয়তো কিছুটা পাগল স্বভাবের। তবে আমি এতোটা নির্বোধ নই যে মাদক নিতে যাব। তবে এসব গুঞ্জনে কখনো কখনো খুশিও হই। কারণ, মানুষ তখনই আমাকে নিয়ে কথা বলে যখন আমার মধ্যে যোগ্যতা থাকে। যখন আমি সেরাদের কাতারে থাকি।’
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু