অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকারঃ কাদের
ই-বার্তা ডেস্ক।। বৃহস্পতিবার সকালে রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে ক্ষতিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে।
ওবায়দুল কাদের বলেন, আগুনের ঘটনায় তদন্ত করা হবে। এ ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের প্লাস্টিক ও পারফিউমের গুদামে বুধবার রাত ১০টায় আগুন লাগে। মধ্য রাতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট সারা রাত চেষ্টার পর ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মৃতের সংখ্যা দারিয়েছে ৭০ এ। অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু