ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক স্টল
ই-বার্তা ডেস্ক ।। বসন্তের প্রথম ঝড়-বৃষ্টিতে ভিজে গেছে অমর একুশে গ্রন্থমেলার স্টল ও চত্বর। দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক স্টল এবং ভিজেছে বই।
রোববার দুপুরে সরেজমিনে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দোকানের কর্মীরা ভেজা বই শুকানোর কাজ করছেন।
ইত্যাদি গ্রন্থ প্রকাশের ব্যবস্থাপক প্রদীপ বলেন, তাদের স্টলের ক্ষতি না হলেও মেলার প্রায় অর্ধশতাধিক স্টল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত স্টল মেরামতের কাজ চলছে। মেলা যথাসময়ে শুরু করা যাবে বলে আশা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, অনেক স্টলের ভেতরে বৃষ্টির পানি পড়ে কিছু কিছু বই নষ্ট হয়ে গেছে। বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে পানি জমেছে।
এ ছাড়া মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের নিচু এলাকায় জমেছে বৃষ্টির পানি। ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহয্যে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া