খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ই-বার্তা ডেস্ক।। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। রোববার সকাল সাড়ে ৯ টায় একটি মিছিল বাটাসিগন্যাল থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে গিয়ে শেষ হয়।
এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
গত ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদও জানানো হয় মিছিলে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, শামীম আকন, সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, বিপ্লব পাটোয়ারী, শোয়েবুর রহমান শোয়েব, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, ক্রীড়া সম্পাদক কবির শিকদারসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু