গাপটিল ঝড়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
ই-বার্তা ডেস্ক।। পর পর দুই ম্যাচে দুই সেঞ্চুরি করে যেখানে দলকে জিতিয়েছেন গাপটিল সেখানে রান তুলতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানদের। গাপটিলের আক্রমনাত্মক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল কিউইরা।
২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজের বলে হেনরি নিকোলসের উইকেট হারায় স্বাগতিকরা। এখানেই শেষ বাংলাদেশি বোলারদের অর্জন। এরপর বাংলাদেশের আর কোন বোলার স্বাগতিক ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেনি। উলটো গাপটিল ঝড়ে দিশেহারা হয়ে পর টাইগার পেসাররা। মাত্র ৭৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি বিধ্বংসী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। এটি তার ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। মোস্তাফিজের বলে ড্রেসিংরুমে ফেরার আগে খেলেন ৮৮ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১১৮ রানের অনবদ্য ইনিংস।
ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় নিউজিল্যান্ড। রস টেইলরকে নিয়ে বাকি কাজটুকু সারেন কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ৮৩ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ব্ল্যাক-ক্যাপসরা। ৬৫ রানে উইলিয়ামসন ও ২১ রানে টেইলর অপরাজিত থেকে এ বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন।
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নড়বরে শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দেওয়ার মাঝে মিঠুন এবং সাব্বিরের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা। কিন্তু মিঠুন ৫৭ এবং সাব্বির ৪৩ রন করে আউট হওয়ার পর আর কেউ বলার মতো স্কোর করতে না পরলে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু