গ্যাসের দাম পুনঃবিবেচনা করার সুযোগ নেইঃ কাদের
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েন যে, গ্যাসের দাম পুনঃবিবেচনা করার সুযোগ নেই।
তিনি বলেন, ‘গ্যাসের মূল্য যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে। এটা পুনঃবিবেচনার সুযোগ নেই।’
গতকাল শুক্রবার (৫ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে আমি কথা বলেছি। মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু বিষয় রয়েছে। যার কারণে গ্যাসের দামের সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের জন্য এর যৌক্তিকতা অনস্বীকার্য। এখন পুনঃবিবেচনা করা হবে কি না, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। আমার মনে হয় না এখানে পুনঃবিবেচনার কোনো সুযোগ আছে।’
এছাড়া ১৪ দলের শরিকদের গ্যাসের মূল্যবৃদ্ধির বিরোধীতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গ্যাসে প্রতিবছর সরকারের প্রচুর ভর্তুকি দিতে হয়। এই যে এখন গ্যাসের মূল্য সমন্বয় করা হলো এর পরও অনেক টাকা সরকারকে ভর্তুকি দিয়ে যেতে হবে। মূল্যবৃদ্ধির কারণ যৌক্তিক। এটা মেনে নেওয়ার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। ১৪ দলের যারা গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা করছেন আমি তাদের বৃদ্ধির পেছনে যুক্তিগুলো অনুধাবন করার জন্য অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য এস এম কামাল ও উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম