গ্যাসের দাম মানুষ সহজভাবেই নেবেন: কাদের
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, বাস্তব কারণে (গ্যাসের) যৌক্তিক কিছু দাম সমন্বয় করা হয়েছে। আশা করি দেশের মানুষ বিষয়টাকে সহজভাবেই নেবেন।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। দেশের মানুষ বিষয়টাকে সহজভাবে নেবেন- এটাই আশা করি।
তিনি বলেন, এখন বিরোধী দল প্রতিবাদ করবে, এটাই সাভাবিক এবং আমার কাছে মনে হয়, তাদের এই প্রতিবাদ বিক্ষোভ বিশেষ করে হরতালে জনগণের কোনো সাড়া মিলবে- এটা আমার বিশ্বাস হয় না।
এসময় যুদ্ধাপরাধী বা জামায়াতের উত্তরসূরিরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে কি না; জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম