চকবাজারে নিহতদের মধ্যে ৪৬ জনই নোয়াখালীর

ই-বার্তা ডেস্ক।।  নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।  ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের অধিকাংশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।  ৩৪ জন সোনাইমুড়ি এবং বাকিরা নোয়াখালীর বিভিন্ন উপজেলার।

গতকাল সকাল থেকে হতাহতদের অনেকের বাড়িতেই স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে পরিবেশ। কেউ কেউ স্বজনদের কোনো সন্ধানই পাচ্ছেন না, তারা বেঁচে আছেন কি মরে গেছেন তাও জানেন না। ঘোষকামতা গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই সহোদর মাসুদ রানা ও রাজুর মৃত্যু হয়েছে। নিহতদের এক চাচা ঢাকা মেডিকেলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।  তারা জানান গতকাল বিকালেই নিহতদের মরদেহ আনা হবে।  একই ইউনিয়নের বটতলির সাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাছির উদ্দিনের খবর পাওয়া গেছে।  প্রত্যেক বাড়িতে স্বজনরা তাদের মৃত্যু নিশ্চিত জেনে আহাজারিতে ফেটে পরেছেন।  

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশত লোক ঢাকার চকবাজারের বিভিন্ন স্থানে ব্যবসা করছে।  তাদের দাবি উক্ত ঘটনায় হতাহতের মধ্যে আরো অনেকে থাকতে পারে। ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে নিহতদের মধ্যে সহোদরসহ নোয়াখালীর ৪৬ জন রয়েছেন।  নিহতদের অধিকাংশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।  সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।  খোঁজখবর নেয়া হচ্ছে।  

উপজেলার নাটেশ্বর ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, নাটেশ্বর ইউপির ৭ জনের পরিচয় পাওয়া গেছে।  বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু