চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৮১টি বসতঘর পুড়ে ছাই

ই-বার্তা ডেস্ক।।   চট্টগ্রাম নগরীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি কলোনির ৮১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরীর অক্সিজেন রেলগেট এলাকায় দুটি কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘটিত এই অগ্নিকান্ডে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে বায়েজিদ থানার এসআই শায়ের আলী জানান, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল বলে জানিয়েছেন এসআই।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম